২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

আরো কঠিন সময় আসছে: মার্কেল

আরো কঠিন সময় আসছে: মার্কেল -

করোনা মহামারি সামনের দিনে আরো খারাপ রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল৷ যতদিন না ভ্যাকসিন পাওয়া যায় ততদিন আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না বলে উল্লেখ করেছেন তিনি৷

তিনি বলেন, আগামী মাসগুলোতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ তিনি বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, ‘এটা খুবই গুরুতর৷ যতটা আগে ছিল ততটাই এবং এটিকে গুরুত্বের সাথে নিন৷’

করোনা নিয়ন্ত্রণে আসার পর গত জুলাই থেকে কিছু বিধিনিষেধ শিথিল করে জার্মান সরকার৷ কিন্তু সম্প্রতি ভাইরাসের প্রকোপ আবারো ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশটিতে৷ জার্মানির রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে নতুন করে আট হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১ জন শনাক্ত হয়েছেন৷

মার্কেল জানান, তার সরকার সমাজের বেশি খারাপ অবস্থায় থাকা অংশকে রক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে, বিশেষ করে শিশুদের জন্য৷ তিনি বলেন, শিশুরা যাতে এই মহামারিতে পিছিয়ে না পড়ে সেজন্য সবকিছু করা হবে৷ স্কুল ও ডে-কেয়ার সেন্টারগুলোতে নতুন ব্যবস্থা নেয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি৷

করোনার ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ৷ প্রতিষেধক পেতে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের সাথে চুক্তির চেষ্টা চলছে বলে জানান মার্কেল৷ তবে যতদিন না টিকা পাওয়া যায় ততদিন আগের জীবনযাত্রায় ফেরা যাবে না বলেও সতর্ক করেন তিনি৷

মার্কেল সতর্কবার্তা দিলেও গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যমান সরকারি বিধিনিষেধগুলোর বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন মানুষ৷ স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই ধরনের বিক্ষোভের উপরে গত সপ্তাহে নিষেধাজ্ঞা দিয়েছিল বার্লিন পুলিশ৷ কিন্তু জার্মানির একটি প্রশাসনিক আদালত শুক্রবার এই সিদ্ধান্তের বিপক্ষে রায় দিয়েছে৷


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত

সকল