২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সমুদ্রে ঝাঁপ দিয়ে ২ নারীকে বাঁচালেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট

- ছবি : সংগৃহীত

৭১ বছর বয়স তার। কিন্তু বয়স তার কাছে স্রেফ সংখ্যা। তিনি এই বয়সেও ঠিক সেসব কাজই করেন যা একজন কমবয়সী করতেও দুবার ভাববে!

আর এবারও তিনি ঠিক তেমনই একখানা কাজ করলেন। দুজন নারী সমু্দ্রে নেমেছিলেন। কিছুক্ষণ পর দুই নারী ছোট একখানা নৌকায় উঠেন। এরপরই ঘটে দুর্ঘটনা। নৌকা উল্টে যায়। গভীর জলে হাবুডুবু খেতে থাকেন দুই নারী।

সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। ঠিক সেই সময় দুই নারীকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট। শুনলে সিনেমার প্লট বলে মনে হলেও বাস্তবে এমনই হয়েছে।

পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দেশের পর্যটন শিল্পে অক্সিজেন জোগাতে চান। এমনিতেই করোনার জেরে পর্তুগালের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে।

তাই প্রেসিডেন্ট রেবেলো কিছুদিন উপকূলবর্তী অঞ্চলে থেকে দেশের পর্যটন শিল্প চাঙ্গা করার চেষ্টা করছেন। এদিন তিনি সমুদ্র তীরবর্তী অঞ্চলেই ছিলেন। সেই সময় ওই দুই নারীর নৌকা উল্টে যেতে দেখেন। তারপর এক মিনিটও দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দেন।

সাঁতরে ওই দুই মহিলার কাছে পৌঁছে যান। ততক্ষণে আরো এক ব্যক্তি ওই নারীদের কাছে পৌঁছে যান। এরপরই রাষ্ট্রপতি ও সেই ব্যক্তি মিলে ওই দুই নারীকে উদ্ধার করেন।

প্রেসিডেন্ট রেবেলো জানিয়েছেন, তারা যখন ওই দুই নারীকে উদ্ধার করেন তখন তাদের পেটে প্রচুর পরিমাণে সমু্দ্রের পানি চলে গিয়েছিল। উঁচু ঢেউয়ের সামনে নৌকো সামলাতে পারেননি দুজন।

৭১ বছর বয়সী মার্সেলোর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবুও তিনি ঝুঁকি নিয়ে নারীর বাঁচান। পর্তুগালে এখন তাই মার্সেলোর প্রশংসা করছেন সবাই। তবে প্রেসিডেন্ট নিজে কিন্তু অন্য ব্যক্তির প্রশংসা করেছেন। সেই ব্যক্তি জেট স্কি নিয়ে ওই দুই মহিলার কাছে পৌঁছে যান। রেবেলো তাকে দেশভক্ত বলেছেন। জিনিউজ


আরো সংবাদ



premium cement
চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের ইসলামাবাদের বিক্ষোভের স্থগিত ঘোষণা পিটিআইয়ের নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত হিজবুল্লাহর সাথে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন ইসরাইলের

সকল