বেলারুশ নিয়ে ইউরোপীয় নেতাদের ভার্চুয়াল শীর্ষ সস্মেলন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২০, ১৮:৫১
বেলারুশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় নেতারা একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করছেন।
বেলারুশের বিরোধী দলগুলো ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন তারা আলেক্সান্ডার লুকাশেংকো যে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, সেটিকে স্বীকৃতি না দেন।
নির্বাচনে লুকাশেংকোর প্রতিদ্বন্দ্বী সভেতলানা তিখানোভস্কায়া, যিনি এখন প্রতিবেশি দেশ লিথুয়ানিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে ইংরেজীতে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।
তিনি তার ভাষায় ‘বেলারুসের জনগণের জাগরণকে’ সমর্থন করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সভেতলানা তিখানোভস্কায়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩৫ সদস্যের একটি পরিষদ গঠন করেছেন। বিবিসি