০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১,
`

মাত্র ৯৫ টাকায় একটি গোটা বাড়ি!‌ এই শহরে নামমাত্র দামে বিক্রি করে হচ্ছে সম্পত্তি

মাত্র ৯৫ টাকায় একটি গোটা বাড়ি!‌ এই শহরে নামমাত্র দামে বিক্রি করে হচ্ছে সম্পত্তি - সংগৃহীত

মাত্র ৯৫ টাকা! বাংলাদেশের সাধারণ মানুষের অনেকের এক বেলার খাবারও হয় না এই টাকায়। অথচ এই‌ পরিমাণ টাকাতেই কিনা দেয়া হচ্ছে আস্ত একটা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফেক নিউজ নয়, খবরটি সত্যি। সম্পত্তি বিক্রিতে এই অবিশ্বাস্য সেল চলছে ইউরোপের দেশ ইতালিতে।

Cinquefrondi ইতালির একটি ছোট শহর। ইতালির Calabria এলাকায় এই ছোট্ট শহরটি অবস্থিত। সম্প্রতি এই শহর ঘোষণা করেছে এটি করোনা মুক্ত। আর আগের থেকে আরো বেশি করে বাসিন্দা যাতে এই শহরে এসে থাকেন, সেই কারণেই এখানকার এক একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৯৫ টাকায়।

ইতালির এই শহরটিতে একজনও করোনা আক্রান্ত নেই। তাই ‘‌অপরেশন বিউটি’‌ নামে এই প্রকল্প নিয়েছেন শহরের মেয়র। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত যুবক যুবতীরা চাকরির জন্য এই ধরণের শহর ছেড়ে মূল শহরে চলে যান। তাই এখানে বেশিরভাগ বাড়িই খালি পড়ে থাকে। তাই নতুন করে শহর গড়তে চাইছে প্রশাসন। মিশেল কোনিয়া, শহরের মেয়র জানিয়েছেন, যাতে শহরের একটি অংশ একেবারে জনশূন্য না হয়ে পড়ে, সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ‘‌আমাদের শহরের একদিকে পাহাড়, অন্যদিকে দুই সমুদ্র। শহরের মধ্যে থেকে মাত্র ১৫ মিনিট গাড়িতে গেলেই সমুদ্রের দেখা মেলে। আছে একটি ছোট নদীও। সব মিলিয়ে মনোরম পরিবেশ। কিন্তু একটি জেলা একেবারে জনশূন্য হয়ে পড়ে আছে। পাহাড়ের কোলে সেইসব বাড়ি দেখভালের অভাবে ধুঁকছে। আমরা চায় সেখানে লোক এসে থাকুক।’‌

ইতালি পৃথিবীর অন্যতম করোনা আক্রান্ত দেশ হলেও দীর্ঘসময় ধরে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত উন্নতি করেছে। লকডাউনে সে দেশে উঠে গিয়েছে। পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সীমান্ত।

নিউজ ১৮

 


আরো সংবাদ



premium cement
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে আগামীকালের ইসলামি মহাসম্মেলন সাফল্যমণ্ডিত করার আহ্বান হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার

সকল