করোনাভাইরাসে রাশিয়ায় ৪ জনের মৃত্যু, মস্কোর রাস্তা ফাঁকা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২০, ১৫:৪৪
করোনাভাইরাসের বিস্তার রোধে নতুন পদক্ষেপ গ্রহনের পরে দোকানপাট রেস্তোরা সব বন্ধ করে দেয়ায় মস্কোর রাস্তায় এখন জনশূন্য ও ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা চলতি সপ্তাহে পুরোপুরি লকডাউন অবস্থা ঘোষণা করেছে, তবে বৃদ্ধদের ঘরে থাকতে বলা হয়েছে এবং শনিবার থেকে অপরিহার্য নয় এমন সব সেবা বন্ধ করে দেয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবারে দেয়া এক টেলিভিশন ভাষণে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে রাশিয়ানদের ঘরে থাকার আহবান জানিয়ে বলেছেন, সব কাজ বন্ধ করে নাগরিকদের ঘরে থাকতে হবে। তিনি বলেন, এ সময় সকল রেস্তোরা,ক্যাফে এবং জরুরি নয় এমন সেবা বন্ধ থাকবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ায় মোট ১২৬৪ করোনা আক্রান্ত হয়েছে,গোটা রাশিয়ায় এ পর্যন্ত ৪জন মারা গেছে এবং আক্রান্তদের ৪১৭ জনই মস্কোয়। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা