১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লাগেজ হাতে প্রেসিডেন্টের ছবি ভাইরাল, নেই বডিগার্ড-প্রটোকল

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য ব্যালন - ছবি : সংগৃহীত

লাগেজ হাতে বয়স্ক যে ভদ্র লোককে দেখা যাচ্ছে তিনি ইউরোপের দেশ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য ব্যালন। ভিয়েনার রেলস্টেশনে দাঁড়িয়ে আছেন ইতালি যাওয়ার ট্রেনের অপেক্ষায়।

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ইতালি যাওয়ার আগে ছবিটি তার ভেরিভাইড ফেসবুক ও টুইটারে পোস্ট করেন। ফেসবুকে তিনি লিখেন, মেরানোতে (ইতালি)‌ যাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও সাউথ টাইরল প্রদেশের গভর্নর আরনো কমপ্যাটচারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করবো।

প্রেসিডেন্টের পাশে কোন দেহরক্ষী বা প্রটোকল নেই। নিজেই বয়ে বেড়াচ্ছেন নিজের লাগেজ। আর এমন দৃশ্যে প্রেসিডেন্টকে দেখে নেটিজেনরা রীতিমত তার ভক্ত বনে গেছেন।

তারা বলছেন, প্রেসিডেন্টকে এমনই হওয়া উচিত। যেখানে বিশ্বের সব দেশের রাষ্ট্র প্রধান ও শীর্ষ কর্মকর্তা বডিগার্ড ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন সেখানে এই প্রেসিডেন্টের লাগেজ বহন করার মত কেউ নেই।


আরো সংবাদ



premium cement

সকল