২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

জার্মান নির্বাচন : প্রাথমিক ফলাফলে জয়ী সিডিইউ

সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস - ছবি - সংগৃহীত

মিলে গেল বুথ ফেরত সমীক্ষার ফলাফল। জার্মান নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিডিইউর পক্ষে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। ২০ শতাংশ ভোট পেয়েছে এএফডি।

ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে জার্মানিতে। সিডিইউ এবং সিএসইউ পেয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও এমনই ইঙ্গিত দেয়া হয়েছিল। বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের দল এসপিডির। প্রায় নয় শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট। দ্বিতীয় জায়গায় আছে অতি দক্ষিণপন্থী দল এএফডি। তারা পেয়েছে ২০ দশমিক আট শতাংশ ভোট।

জোট সরকার
পরিস্থিতি যা, তাতে কোনো দলের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে সিডিইউ আগেই জানিয়ে দিয়েছিল যে তারা এএফডির সাথে সরকার গড়বে না। ফলে দ্বিতীয় বৃহত্তম দল হয়েও সরকারে থাকতে পারবে না অতি দক্ষিণপন্থীরা। অন্যদিকে, দু’টি জোট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এক সিডিইউ এসপিডিকে সাথে নিয়ে নতুন সরকার তৈরি করবে। অথবা তারা গ্রিন পার্টি বা সবুজ দলকেও জোটসঙ্গী করতে পারে। তবে সিডিইউ নেতা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, জোট নিয়ে দীর্ঘ আলোচনা হবে।

অন্যদিকে এএফডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিটি দল যে ‘ফায়ার ওয়াল’ তৈরি করেছিল, ভোটাররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, নিজেদের মধ্যে বিরোধ থাকলেও সংরক্ষণশীল এবং ডেমোক্র্যাট সমস্ত দলই এবারের নির্বাচনের আগে জানিয়েছিল, তারা কোনোভাবেই অতি দক্ষিণপন্থী এএফডিকে সমর্থন করবে না। যা ‘ফায়ার ওয়াল’ রাজনীতি হিসেবে আলোচিত হয়েছিল।

নতুন চ্যান্সেলর কে
পরিস্থিতি যা তাতে নতুন চ্যান্সেলর হতে পারেন সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন, ইউরোপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে হবে।

ম্যার্ৎসকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। শক্তিশালী ও সার্বভৌম ইউরোপীয় ব্লক গড়ে তোলার কথা বলেছেন ম্যার্ৎস। মাক্রোঁ তার বার্তায় সেই বিষয়টির উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও অভিনন্দন জানিয়েছেন ম্যার্ৎসকে। স্টারমার বলেছেন, ‘জার্মানির সাথে আমাদের বরাবরই শক্তিশালী সম্পর্ক। নতুন সরকারের আমলে সেই সম্পর্ক আরো মজবুত হবে বলেই আশা করছি।’

নেতারা কেমন করলেন
সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস নিজের কেন্দ্রে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪৭ দশমিক সাত শতাংশ ভোট। তার সাথে লড়াই করেছিলেন এএফডি প্রার্থী ডার্ক ওয়াইজ। তিনি পেয়েছেন, ২১ দশমিক চার শতাংশ ভোট।

ওলাফ শলৎস ২১ দশমিক আট শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি সিডিইউ প্রার্থীকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়েছেন। এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং গ্রিন পার্টির নেত্রী আনালেনা বেয়ারবক। তিনিও পরাজিত হয়েছেন।

গ্রিন পার্টির নেতা তথা ওয়াইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক পরাজিত হয়েছেন। তাকে হারিয়েছেন সিডিইউ প্রার্থী পেট্রা নিকোলাইজেন।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় নারী শ্রমিককে তুলে নিয়ে হত্যার অভিযোগ ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার বরখাস্ত স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আহ্বায়ক মাহমুদুল, সদস্য সচিব রেদোয়ানুল চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই ইউক্রেনকে মার্কিন সাহায্য ঋণ নয়, অনুদান হিসেবে দেয়া হয়েছে : জেলেনস্কি পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন

সকল