২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

রাশিয়া-ইউক্রেন সংঘাত ‘এ সপ্তাহে’ শেষ হতে পারে : হোয়াইট হাউস

ক্যারোলিন লিভিট - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে আলোচনা করার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট। তিন বছর ধরে চলমান যুদ্ধ এ সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপ্যাক) থেকে ফিরে আসার পর সাউথ লনে লিভিট সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ও তার দল সংঘাতের অবসান ঘটাতে উভয়পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে অত্যন্ত মনোযোগী। প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে আমরা এ সপ্তাহে এটি সম্পন্ন করতে পারব।’

এর আগে, ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে ’কোনো কার্ড নেই’ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক নেতাদের সাথে শান্তি আলোচনায় তাকে বাদ দেয়া উচিত।

লিভিট জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এ সপ্তাহের শেষে একটি চুক্তির জন্য দিন-রাত কাজ করবেন।

এছাড়াও তিনি উল্লেখ করে বলেন, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কাঁচা খনিজসম্পদ ব্যবহারের জন্য ইউক্রেনের সাথে প্রস্তাবিত চুক্তির আলোচনায় জড়িত রয়েছেন।

তিনি বলেন, ‘যখন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের কথা আসে, তখন এটি প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমেরিকান ট্যাক্স ডলার পুনরুদ্ধার করা যাবে।’

লিভিট আরো বলেন, ‘এটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব হবে। একইসাথে তারা এ নৃশংস যুদ্ধের পরে তাদের দেশ পুনর্নির্মাণ করতে পারবে।’


আরো সংবাদ



premium cement
চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই ইউক্রেনকে মার্কিন সাহায্য ঋণ নয়, অনুদান হিসেবে দেয়া হয়েছে : জেলেনস্কি পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন গাজীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত ভালুকায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ এলিফ্যান্ট রোডে হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকল