২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন

ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন - ছবি - সংগৃহীত

ফ্রান্সে এক আততায়ীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে নির্বাসনে পাঠানোর আদেশ দেয়া হতে পারে।

রোববার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জার্মান সীমান্তের কাছে প্রায় এক লাখ ১০ হাজার লোকের নগরী মুল্যুজের একটি ব্যস্ততম বাজারের কাছে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ তাণ্ডব চালানো হয়।

ছুরিধারী সন্দেহভাজন ওই ব্যক্তিকে পরে প্রসিকিউটররা ৩৭ বছর বয়সী আলজেরিয়ান বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করেন। শনিবার তাকে পূর্বাঞ্চলীয় নগরী ম্যুলুজের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম উল্লেখ না করে স্থানীয় প্রসিকিউটর নিকোলাস হাইৎজ বলেন, সে ফ্রান্সের সন্ত্রাসী তালিকাভুক্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ থানায় তার বক্তব্যে বলেন, ওই ব্যক্তির প্রোফাইলে ‘একজন সিজোফ্রেনিক’ বলে উল্লিখিত রয়েছে।

রিটেইলউ আরো বলেন, ফ্রান্স বারবার তাকে দেশ থেকে বহিষ্কারের চেষ্টা করেছে। কিন্তু আলজেরিয়া সে ব্যাপারে সহযোগিতা করতে অস্বীকার করেছে।

তবে আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফ্রন্সে সম্প্রতি বেশ কয়েকবার ধারাবাহিক ছুরি হামলার ঘটনা ঘটেছে।

জানুয়ারিতে ফ্রান্সের দক্ষিণে অ্যাপ্টের একটি সুপারমার্কেটে ৩২ বছর বয়সী এক ছুরিধারী ব্যক্তি এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে আহত করে। ২০২৩ সালের ডিসেম্বরে আইফেল টাওয়ারের কাছে একজন জার্মান পর্যটককে ছুরিকাঘাতে হত্যার সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ আনা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল