২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আগের চেয়ে ভালো আছেন পোপ ফ্রান্সিস

আগের চেয়ে ভালো আছেন পোপ ফ্রান্সিস - ছবি : সংগৃহীত

আগের থেকে কিছুটা হলেও ভালো আছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, তার হার্ট ভালো কাজ করছে। সামগ্রিকভাবে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি জানান, আর নতুন করে জ্বর আসেনি পোপের। হৃদযন্ত্রও স্থিতিশীল। মুখপাত্র জানিয়েছেন, পোপ বিছানা থেকে নেমে চেয়ারে বসে প্রাতরাশ সেরেছেন। এরপর হাসপাতালের ঘর থেকেই তার সহকর্মীদের সাথে ভ্যাটিকানের কিছু কাজ সারেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি দুই ফুসফুসে নিউমোনিয়া এবং অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস নিয়ে রোমের গেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি হন ৮৮ বছরের পোপ। এর আগে ২০২৩ সালের শীতে শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পোপের অবসরের সম্ভবনা?
২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট তার কাজ থেকে অবসর গ্রহণ করেন। বয়সজনিত শারীরিক অক্ষমতার কারণে তার পক্ষে বিশ্ব জুড়ে পোপের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না বলে জানান তিনি। তবে পোপের এই অবসর গ্রহণ বিরল, ৬০০ বছরে প্রথমবার। হাসপাতালে এক সপ্তাহ কাটানোর পর প্রশ্ন উঠেছে পোপ ফ্রান্সিসও কি তবে তার পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করবেন?

প্রধান ধর্মযাজক হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই পোপ ফ্রান্সিস জানিয়েছিলেন, শারীরিক গোলযোগের কারণে তার কাজে অসুবিধা হলে তিনি পদত্যাগ করবেন। এই মর্মে একটি চিঠিও লিখে রেখেছেন তিনি।

পোপ পরিবর্তনের সম্ভবনাকে উড়িয়ে দেননি ভ্যাটিকানের একাংশ। বার্সেলোনার আর্চবিশপ কার্ডিনাল হুয়ান হসে ওমেলা বলেন, ‘পোপ বদলান। আমরা, বিশপরা, বদলে যাই। চার্চের যাজক বদলে যান। জীবন থেমে থাকে না।’

মেডিটেরেনিয়ান ইয়ুথ পিস ইনিশিয়েটিভে ভ্যাটিকানের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরেক কার্ডিনাল, জিয়ানফ্রাঙ্কো রাভাসি বলেন, পোপ নিজের দায়িত্ব পালন করতে না পারলে অবসর গ্রহণ করতেই পারেন। আরটিএল ১০২.৫ রেডিওতে তিনি বলেন, ‘পোপ জনসংযোগ করতে পছন্দ করেন। যদি সেই কাজ বাধাপ্রাপ্ত হয় তাহলে আমার মনে হয় উনি অবসরের সিদ্ধান্ত নিতে পারেন।’

অন্যদিকে, আর্চবিশপ জিসেপ্পি সাত্রিয়ানো পোপের সেরে ওঠা নিয়ে আশাবাদী। সেপ্টেম্বরে পোপ ফ্রান্সিস এশিয়ার চার প্রদেশে এক দীর্ঘ যাত্রা করেন। তিনি বলেন, ‘সেই দীর্ঘ যাত্রার পর ভ্যাটিকানের সুইস গার্ড এবং অন্যান্য সুরক্ষা কর্তারা পোপের থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমরা ভেবেছিলাম উনি এই ধকল সহ্য করতে পারবেন না। কিন্তু উনি ফাইটার। আমার মনে হয় উনি দ্রুত সেরে উঠবেন।’
সূত্র : ডয়ছে ভেলে


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল