২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ট্রাম্প রাশিয়ার তৈরি ‘বিভ্রান্তির জগতে’ বাস করছেন : জেলেনস্কি

ট্রাম্প রাশিয়ার তৈরি ‘বিভ্রান্তির জগতে’ বাস করছেন : জেলেনস্কি - ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি ‘বিভ্রান্তির জগতে’ বাস করছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এখনি কেউ যদি নেতা হিসেবে তার জায়গায় আসতে চায় সেটি সফল হবে না কারণ তার প্রতি উচ্চ সমর্থন আছে।

একটি জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ৫৮ শতাংশ মানুষের নেতা হিসেবে তার প্রতি আস্থা রয়েছে। তার দাবি রাশিয়ার দিক থেকে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ‘নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি...তিনি বিভ্রান্তির জগতে বাস করছেন,’ বলেছেন তিনি।

জেলেনস্কি ২০১৯ সালে পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন জেলেনস্কির প্রতি সমর্থন ৪ শতাংশের কমে গিয়ে ঠেকেছে।

জেলেনস্কি বলছেন, ৪ শতাংশের এই প্রচার যে রাশিয়া করছে তার বিপরীতে প্রমাণ ইউক্রেনের কাছে আছে এবং ‘এই সংখ্যার বিষয়টি আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা হচ্ছে’।

ট্রাম্প কিসের ভিত্তিতে জেলেনস্কির জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন তা এখনো পরিষ্কার নয়। যুদ্ধের কারণে দেশটিতে নির্বাচন কিংবা জরিপ পরিচালনার সুযোগ এখন সীমিত।

তবে চলতি মাসেই কিয়েভ ভিত্তিক কিয়েভ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সোশিওলজি এর এক জরিপে জেলেনস্কির প্রতি ইউক্রেনের ৫৭ শতাংশ মানুষের সমর্থনের তথ্য উঠে এসেছে।

২০২৩ সালে তার জনপ্রিয়তা ছিল ৭৭ শতাংশ এবং ২০২২ সালের মে মাসে এটি ছিল ৯০ শতাংশ। সে হিসেবে তার জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
তাহেরীর উস্কানিতে পুলিশের ওপর হামলাকারী রিয়াজ গ্রেফতার দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব ইউক্রেনকে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র ফেনীতে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’ গ্র্যান্ড ফাইনাল দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইরানের সাথে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : কাতারের আমির দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত

সকল