২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

রাশিয়া যেভাবে জার্মানির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে

-

অন্য দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে নতুন নয়। অভিযোগ উঠেছে, এই কাজ তারা সাধারণভাবে করে থাকে ভুল তথ্য প্রচারের মাধ্যমে। কিছুদিন আগেই ইইউ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। জার্মানির ন্যাশনাল পার্লামেন্টে পেশ করা একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১-এ জার্মানির নির্বাচনও প্রভাবিত করার চেষ্টা করেছিল রাশিয়া।

চার বছরেও অবস্থার পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞদের দাবি, এবারো ব্যাপকভাবে ভুয়া তথ্য প্রচার করে ২৩ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা
এই প্রচারের মাধ্যমে মূলত মধ্যপন্থী দলগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সেন্টার ফর মনিটরিং, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিসের (সিইএমএএস) লিয়া ফ্র্যুউইর্থ জানিয়েছেন, ‘বেশিভাগ ভুয়া খবর ছড়ানো হচ্ছে গ্রিন পার্টি, সিডিইউ, এসপিডি ও তাদের প্রর্থীর বিরুদ্ধে।’

সিইএমএএস ষড়যন্ত্র, ভুয়া তথ্য, ইহুদিবিদ্বেষ এবং চরম দক্ষিণপন্থা নিয়ে কাজ করে।

লিয়া আরো জানান, এএফডি (অল্টারনেটিভ ফর জার্মানি) নিয়ে খুব কম ভুয়া তথ্য পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, ‘এএফডির যেটুকু উল্লেখ আছে তা মূলত সদর্থক।’

যেভাবে ছড়াচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ফেক নিউজ
দু’টি সাম্প্রতিক উদাহরণ দেখা যাক। ফেব্রুয়ারির গোড়ার দিক থেকে সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎসের একটা পুরনো ভিডিও একাধিক এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে পোস্ট হতে থাকে। ভিডিওটিতে তার ভঙ্গুর মানসিক চিত্র ধরা পড়ে। এমনটাও দেখা যাচ্ছে যে ২০১৭-তে সিডিইউ নেতার আত্মঘাতী হওয়ার প্রবণতা ছিল।

এই সংক্রান্ত একটা পোস্ট ১০ দিনে প্রায় ৫৫ লাখ ভিউ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এই ভিডিওটি শেয়ার করেছেন তারা একইসাথে এ কথা লিখেছেন যে ম্যার্ৎস ইউক্রেনকে টরাস মিসাইল যোগান দেয়ার কথা বলেছেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নিরিখে এই বিষয়টি খুবই উল্লেখযোগ্য।

আরেকটি ক্ষেত্রে, গ্রিন পার্টির নেতা রবার্ট হাবেক এবং ক্লডিয়া রথ ভুয়া খবরের শিকার হন। ন্যারেটিভ নামের একটি ওয়েবসাইটে একটি খবর এবং একটি ভিডিওতে দাবি করা হয় যে এই দুই নেতা ১০ কোটি ইউরোর একটি তছরূপ করেছেন। প্রুশিয়ান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের একাধিক ছবি ইউক্রেনে পাঠানো হয়েছে এবং সেখান থেকে একাধিক ব্যক্তিকে সেই ছবি বিক্রি করা হয়েছে। ফাউন্ডেশন জানায়, এই দাবি ভিত্তিহীন।

মন্ত্রণালয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি
ভুয়া তথ্যের বিরুদ্ধে কাজ করা সংস্থা নিউজগার্ডের লিওনি ফালার জানান, ‘রাশিয়ার লক্ষ্য অনিশ্চয়তা প্রসার এবং ভোটারদের মেরুকরণ করা।’

তিনি নিশ্চিতভাবে জানান যে এই অপপ্রচারের মধ্যেও চরম দক্ষিণপন্থী পার্টি এএফডির প্রার্থী অ্যালিস ভাইডেল সম্পর্কে সদর্থক প্রচার চালাচ্ছে এরা।

সাধারণভাবে, অন্য দেশের সরকার যদি জার্মানিতে ভুয়া খবর ছড়ায় তা আইনত দণ্ডনীয় নয়। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারেক্টিভ গবেষণা কেন্দ্রকে এ কথা জানায়। তবে এ কথাও জানানো হয়েছে যে একটি আন্তর্বিভাগীয় ওয়ার্কিং গ্রুপ চালু করা হয়েছে যারা ভুয়া তথ্যের মাধ্যমে ছড়ানো বিপদগুলোর দিকে নজর রাখছে।

মন্ত্রণালয় একটি বার্তাসংস্থাকে জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে ভুয়া তথ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর দিকে নজর দেয়া হচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল