২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হতে হবে : ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ - ছবি : বাসস

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।

ম্যাক্রোঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ‘আমরা ইউক্রেনে একটি সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। এটি অর্জনের জন্য রাশিয়াকে তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং এর সাথে ইউক্রেনীয়দের জন্য সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’

তিনি ২০১৪ এবং ২০১৫ সালে পূর্ব ইউক্রেনে সঙ্ঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘অন্যথায় এই যুদ্ধবিরতি মিনস্ক চুক্তির মতোই শেষ হওয়ার ঝুঁকি থাকবে।’

প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতির নাটকীয় পরিবর্তনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য ম্যাক্রোঁ প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে এক জরুরি বৈঠকের পর জেলেনস্কির সাথে এই ফোনালাপ করেন।

ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, ট্রাম্প রাশিয়ার সাথে শান্তি স্থাপনে এমন আলোচনা করতে চান, যেখানে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা কিয়েভও জড়িত থাকবে না।

জেলেনস্কি তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ম্যাক্রোঁ তাকে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা সম্পর্কে অবহিত করেছেন এবং তারা কিভাবে শান্তি অর্জন করবেন, সে সম্পর্কে একটি ‘সাধারণ দৃষ্টিভঙ্গি’ বিনিময় করেছেন।

তিনি এক্স-এ বলেন, ‘আমরা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি যেখানে নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই সুদৃঢ় এবং নির্ভরযোগ্য হতে হবে।’

‘এই ধরণের নিশ্চয়তা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হবে, যা কেবল রাশিয়ার আরেকটি প্রতারণা এবং ইউক্রেন বা অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার আরেকটি নতুন যুদ্ধের সূচনা হিসেবে কাজ করবে।’

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement