২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

পূর্বাঞ্চলে ইউক্রেন বাহিনীর ওপর হামলা জোরদার রাশিয়ার সেনাদের

পূর্বাঞ্চলে ইউক্রেন বাহিনীর ওপর হামলা জোরদার রাশিয়ার সেনাদের - ছবি - সংগৃহীত

কিয়েভের সামরিক বাহিনী রোববার (১৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের হামলা তীব্রভাবে জোরদার করে তুলেছে। একজন ন্যাটো কর্মকর্তা পূর্বাভাস দিয়ে বলেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার সময় ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো তাদের হামলার গতি ও তীব্রতা বাড়িয়ে তুলবে।

কিয়েভ বলছে, পোকরভস্কের ঝুঁকিপূর্ণ সরবরাহকেন্দ্রের কাছে মূল হামলাগুলো করা হচ্ছে। আগামী দিনগুলোতে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পক্ষে জোর দিচ্ছেন।

কিয়েভের সামরিক বাহিনী শনিবার ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার সাথে ২৬১টি যুদ্ধ সংঘর্ষ হয়েছে, যা এই বছরে রেকর্ডকৃত সবচেয়ে বড় সংখ্যা এবং আগের দিনগুলোর প্রতিবেদন অনুযায়ী দৈনিক প্রায় ১০০টির চেয়ে দ্বিগুণেরও বেশি।

শনিবার গভীর রাতে ইউক্রেনের ডিপস্টেট সামরিক ব্লগ লিখেন, ‘আজ ফ্রন্টে ২০২৫ সালের সবচেয়ে কঠিন দিন ছিল।’

ইউক্রেনের সামরিক তথ্য অনুসারে, মস্কোর সেনারা ২০২৪ সালের দ্বিতীয়ার্ধের বেশিভাগ সময় ধরে পূর্বাঞ্চলে ধাপে ধাপে অগ্রসর হয় এবং একের পর এক গ্রাম দখলের ঘোষণা দেয়। যদিও এই বছরের জানুয়ারিতে এই যুদ্ধের তীব্রতা হ্রাস পেয়েছে।

রাশিয়া সেনাবাহিনী পোকরভস্কের দক্ষিণে একটি বিশাল এলাকা দখল করেছে এবং এখন তার দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। এতে এই ঘাঁটির একটি প্রধান সরবরাহ পথ হুমকির মুখে পড়েছে, যা দখল হলে রাশিয়ার পক্ষে আরো বেশি হামলার পথ খুলে দিতে পারে।

অসুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার পূর্বাঞ্চলে একটি ‘ভালো ফলাফলের’ কথা জানিয়েছেন এবং একজন সামরিক মুখপাত্র বলেন, কিয়েভের বাহিনী পোকরভস্কের দক্ষিণে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পিশচান গ্রাম পুনরুদ্ধার করেছে।

সামরিক মুখপাত্র ভিক্টর ত্রেখুবভ রয়টার্সকে বলেন, ‘এটি রাশিয়ানদের কিছু দুর্ঘটনার ফল বা ইউক্রেনের কাছে কোনো যাদুকরী অস্ত্র সরবরাহের ফলস্বরূপ হয়েছে, এমনটি নয়। বরং ইউক্রেনীয়দের আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করার জন্য কিছু সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়েছে।’

সৌদি আরবে আলোচনা
ইউক্রেন রাশিয়ায় গভীর আক্রমণের জন্য ড্রোন ব্যবহার করছে, যাতে তারা আঘাত হানতে পারে এবং তার সামগ্রিক অবস্থান শক্তিশালী করতে পারে। রাশিয়া নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, সেই সাথে পূর্বাঞ্চলে ভূমিপথে সামনে এগিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার অনুরোধ করা একজন ন্যাটো কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমি আরো শক্তিশালী পদক্ষেপ প্রত্যাশা করছি। আমি ধারণা করছি যে আমরা অগ্রগতির জন্য রাশিয়ার অনেক প্রচেষ্টা দেখতে পাব।’

যদিও ইউক্রেনের কর্মকর্তারা ট্রাম্পের প্রশংসা করতে সচেষ্ট, কিয়েভের সাথে প্রথমে পরামর্শ না করে তার রাশিয়ার সাথে সরাসরি আলোচনা করা এবং ইউরোপীয়দের সম্পূর্ণভাবে বাদ দেয়া ইউক্রেন এবং ইউরোপের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিয়েভ বলছে, সৌদি আরবের এই আলোচনায় তাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি এবং রুশ কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে তারা যেকোনো পরিস্থিতিতে তাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সাথে একটি যৌথ কৌশল তৈরি করতে চায়।

ফ্রান্স রোববার বলেছে, তারা সোমবার ইউক্রেনের যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। মহাদেশটি সংঘর্ষের প্রতি ট্রাম্পের একতরফা পদক্ষেপ নিয়ে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে তৎপর।

জেলেনস্কি আকাশপথে রাশিয়ার বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলার পরিসংখ্যান দেন, যার থেকে মনে হয় তারা গত সপ্তাহের তুলনায় হামলার সংখ্যা বৃদ্ধি করেছে।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের ওপর প্রায় এক হাজার ২২০টি বোমা, ৮৫০টির বেশি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে আগের সপ্তাহে তা ছিল এক হাজার ২০৬টি বোমা, ৭৫০টি ড্রোন এবং ১০টি ক্ষেপণাস্ত্র।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement