আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫
রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় অনেক সেনাকে হত্যা করেছে রাশিয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) ইউক্রেনে জাতিসঙ্ঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনীয় সেনা যারা আত্মসমর্পণ করেছিলেন অথবা রুশ সেনাদের জিম্মায় ছিলেন, তাদের অনেককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে।’
সূত্রটি আরো জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৪টি আলাদা ঘটনায় আত্মসমর্পণ বা আটক হওয়ার পর ৭৯ ইউক্রেনীয় সেনা হত্যার শিকার হয়েছেন।
সংস্থাটি রাশিয়া ও ইউক্রেনের সূত্রের করা লাশের ভিডিও পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে এসব ঘটনার প্রমাণ পেয়েছে।
এছাড়া ইউক্রেনীয় সেনাদের হাতে আহত এক রাশিয়ান সেনার হত্যার ঘটনাও লিপিবদ্ধ করেছে সংস্থাটি।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা