ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না : পুতিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ১২:১৩, আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে সেই সময়ে ‘ইউক্রেনের সংকট’ হয়তো এড়ানো যেত।
একই সাথে তিনি জানিয়েছেন, এই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলতে প্রস্তুত রাশিয়া।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে তার তত্ত্বাবধানে ইউক্রেনের যুদ্ধ এড়ানো যেত। কিন্তু শুক্রবারেই পুতিন প্রথম ট্রাম্পের দাবি পুনরাবৃত্তি করে একই কথা বলেন। তিনি একই সাথে বলেন যে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ‘চুরি করা হয়েছিল।’
একটি রাশিয়ান টিভি চ্যানেলে ইউক্রেনের ওপর রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমি ট্রাম্পের সাথে একমত না হয়ে পারছি না। যদি ২০২০ সালে তার জয় চুরি না হতো, তাহলে হয়তো ২০২২ সালে ইউক্রেন সংকট তৈরি হতো না।’
পুতিন আরো বলেন, ‘আলোচনার সাথে সম্পর্কিত বিষয়টি সম্পর্কে আমরা সবসময় বলেছি, এবং আমি আবারো জোর দিয়ে বলব যে আমরা ইউক্রেনের ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত।’
এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একদিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ করবেন। কিন্তু পরে এর সমাধান খুঁজে বের করতে ইউক্রেন ও রাশিয়ার জন্য তার বিশেষ দূত কিথ কেলগকে ১০০ দিন সময় দিয়েছিলেন।
সূত্র : সিএনএন