ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই : রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:১২
ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে বিশেষ কোনো নতুন উপাদান দেখা যাচ্ছে না।
চলতি সপ্তাহে ট্রাম্প ‘হাস্যকর যুদ্ধ’ শেষ না করলে রাশিয়ার ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘তিনি এসব পদ্ধতি পছন্দ করেন, অন্তত তার প্রথম প্রেসিডেন্সির সময় তিনি এগুলো পছন্দ করতেন।’
পেসকভ বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে ‘পারস্পরিক সম্মানজনক সংলাপের’ জন্য প্রস্তুত রয়েছে, তবে কোনো আলোচনার ঘোষণা দেয়া হয়নি। তার মন্তব্য এসেছে এমন সময়ে যখন হোয়াইট হাউসে ট্রাম্পের চার বছরের মেয়াদ শুরু হয়েছে।
বুধবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে বলেছেন। তিনি বলেন, অন্যথায় যুক্তরাষ্ট্র শিগগিরই পাশ্চাত্যের দেশগুলোতে রাশিয়ার যেকোনো রফতানির ওপর নতুন করে ‘উচ্চ মাত্রা’য় কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দু’দিন পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুতিনকে বলেন, তিনি ‘রাশিয়ার ক্ষতি করতে চাইছেন না’ এবং যুক্তরাষ্ট্রের ‘ভুলে যাওয়া উচিত নয়’ যে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রকে জিততে সাহায্য করেছিল।
তিনি আরো বলেন, ইউক্রেনে প্রায় তিন বছর ধরে মস্কোর আগ্রাসন সমাপ্ত করার সময় এসেছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘রাশিয়ার অর্থনীতি বিপদের মধ্যে আছে। আমি রাশিয়াকে এবং প্রেসিডেন্ট পুতিনকে একটা বড় উপকার করতে যাচ্ছি।এখনি নিষ্পত্তি করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাবে।’
ট্রাম্প বলেন, ‘আমরা যদি শিগগিরই একটি চুক্তি না করি, তাহলে কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে কখনোই এই যুদ্ধ শুরু হতো না। চলুন এই যুদ্ধ শেষ করি। এটি সহজ উপায়ে বা কঠিন উপায়ে করতে পারি এবং সহজ উপায় সব সময় ভালো। সময় এসেছে চুক্তি করার। আর কোনো প্রাণ যেন ঝরে না যায়!’
সূত্র : ভিওএ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা