ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪১
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি মোগল ইলন মাস্ক ইউরোপীয় রাজনৈতিক নেতাদের আক্রমণ এবং কট্টর ডানপন্থীদের সমর্থন করার মাধ্যমে ইউরোপীয় গণতন্ত্রকে হুমকির সম্মুখীন করছেন বলে অভিযোগ করেছেন।
বার্লিন থেকে এএফপি জানায়, শোলৎজ বলেন, ‘তিনি ইউরোপের নানা দেশে- যুক্তরাজ্য, জার্মানি এবং আরো অনেক দেশে ফার-রাইটদের সমর্থন করছেন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ইউরোপের গণতান্ত্রিক উন্নয়নের জন্য বিপদজনক।’
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ইউরোপজুড়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেন, যার মধ্যে শোলৎজ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও রয়েছেন।
ইলন মাস্ক তার প্রভাব এবং বিপুল সম্পদ ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে জেতাতে সাহায্য করেছেন এবং জার্মানির ফার-রাইট দল আফডির প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারির নির্বাচনের আগে তিনি এই দলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
মাস্ক মাসের শুরুর দিকে জার্মান চ্যান্সেলর হওয়ার জন্য আফডির প্রার্থী অ্যালিস ওয়েডেলকে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ব্যাপক লাইভস্ট্রিমের জন্য আমন্ত্রণ জানান।
তিনি আফডির কংগ্রেসের লাইভস্ট্রিমও প্রচার করেছেন এবং নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছেন।
এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শতাধিক আইনপ্রণেতা ইউরোপীয় রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপের বিষয়ে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেইয়েনকে একটি চিঠি লিখে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
শোলৎজ শুক্রবার বলেন, তিনি ‘বিশ্বায়নের যুগে ভিনদেশী একজন বিলিয়নিয়ার বিশ্ব রাজনীতি নিয়ে তার মতামত প্রকাশ করছেন বলে তার সমালোচনা করছেন না।’
শোলৎজ বলেন, ‘তবে কট্টর ডানপন্থীদের প্রতি তার সমর্থন যদি তার নিজের ব্যবসায়িক স্বার্থ বা তার নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কিত কোনো কারণে হয়ে থাকে, তাহলে এটি অগ্রহণযোগ্য।’
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা