কিয়েভ সফর করছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ২২:১৩
ইউক্রেনকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিতে কিয়েভে পৌঁছেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহ আগে তিনি এই সফর করছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি এ সফর করেন।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র এজেন্সি ফ্রান্স-প্রেসকে (এএফপি) জানিয়েছেন, পিস্টোরিয়াস ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের জন্য ‘সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে’ বৈঠক করবেন।
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতির ব্যাপক পরিবর্তিন হবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প রাশিয়ার কাছে কিছুটা ছাড় দিতে ইউক্রেনকে বাধ্য করতে করতে পারে বলে কিয়েভ তা নিয়ে উদ্বিগ্ন। তার শপথ গ্রহণের আগে ইউক্রেনীয় কর্মকর্তারা ইউরোপীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ জোরদার করছেন।
যুক্তরাষ্ট্রের পর বার্লিন ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম সাহায্য প্রদানকারী দেশ। তবে সেই সহায়তার পরিমাণ নিয়ে জার্মানির অভ্যন্তরে অনেক বিতর্ক চলছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা