১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

- ছবি : সংগৃহীত

বাইডেন প্রশাসন শুক্রবার রাশিয়ার স্টেট অ্যাটোমিক অ্যানার্জি করপোরেশনের (রোসাতম) সিনিয়র কর্মকর্তাসহ দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। তুর্কি বাতাসংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার জ্বালানি উৎপাদন ও রফতানি কার্যক্রমে যারা যুক্ত রয়েছেন, তারাসহ ২০০টির বেশি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আরো ১৮০টির বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।’

তিনি আরো বলেন, ‘এই বিস্তৃত ও শক্তিশালী পদক্ষেপ রাশিয়ার জ্বালানি খাত থেকে আসা আয়কে আরো সীমিত করবে। এ নিষেধাজ্ঞা ইউক্রেনে যুদ্ধের অর্থায়নে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে আরো হ্রাস করবে।’

মার্কিন পররাষ্ট্র দফতর তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন ও রফতানির সাথে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত আর্কটিক এলএনজি-২ প্রকল্পের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাসহ প্রায় ৮০টি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া রোসাতমের সিনিয়র কর্মকর্তারা ও রাশিয়ার ধাতু ও খনি খনন খাতের সাথে সংশ্লিষ্টদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, তারা ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য রাশিয়ার তেল কোম্পানি গাজপ্রোম নেফট ও সারগুটনেফটেগাজসহ ১৮০টির বেশে জাহাজ, তেল ব্যবসায়ী, পরিষেবা প্রদানকারী, বীমা সংস্থা ও জ্বালানি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০ ‘নিঃশর্ত মুক্তির’ সাজা নিয়েই হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প সাবেক যুবদল নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা‘ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের ভারতও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত : মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেফতারের নির্দেশ শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচ থেকে নারীর লাশ উদ্ধার আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মহাসড়ক ব্লকেড কর্মসূচি

সকল