রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২৫, ১৩:০৩
বাইডেন প্রশাসন শুক্রবার রাশিয়ার স্টেট অ্যাটোমিক অ্যানার্জি করপোরেশনের (রোসাতম) সিনিয়র কর্মকর্তাসহ দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। তুর্কি বাতাসংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার জ্বালানি উৎপাদন ও রফতানি কার্যক্রমে যারা যুক্ত রয়েছেন, তারাসহ ২০০টির বেশি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আরো ১৮০টির বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।’
তিনি আরো বলেন, ‘এই বিস্তৃত ও শক্তিশালী পদক্ষেপ রাশিয়ার জ্বালানি খাত থেকে আসা আয়কে আরো সীমিত করবে। এ নিষেধাজ্ঞা ইউক্রেনে যুদ্ধের অর্থায়নে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে আরো হ্রাস করবে।’
মার্কিন পররাষ্ট্র দফতর তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন ও রফতানির সাথে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত আর্কটিক এলএনজি-২ প্রকল্পের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাসহ প্রায় ৮০টি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া রোসাতমের সিনিয়র কর্মকর্তারা ও রাশিয়ার ধাতু ও খনি খনন খাতের সাথে সংশ্লিষ্টদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, তারা ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য রাশিয়ার তেল কোম্পানি গাজপ্রোম নেফট ও সারগুটনেফটেগাজসহ ১৮০টির বেশে জাহাজ, তেল ব্যবসায়ী, পরিষেবা প্রদানকারী, বীমা সংস্থা ও জ্বালানি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা