১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ইউক্রেনে ৭২ ড্রোন নিক্ষেপ রাশিয়ার

- ছবি : ভয়েস অফ আমেরিকা

ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার বলেছে, রাশিয়া রাতের মধ্যে ৭২টি ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে ৩৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। আরো ৩৪টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে ও লক্ষ্যবস্তুতে পৌঁছতে ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভে পাঁচটি ড্রোন একাধিক ভবনে আঘাত হানায় একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী। রাজধানী কিয়েভে এক ভবনের উপর পতিত হয়েছে একটি ড্রোন, তবে কেউ হতাহত হয়নি।

রয়টার্সের তোলা ভিডিও ফুটেজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাতে হামলা চলাকালে কিয়েভের অদূরে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

ভোরের পর ধারণ করা আরো ফুটেজে দেখা গেছে, কিয়েভে একটি বহুতল আবাসন ব্লকের কোণ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানালাগুলো উড়ে গেছে এবং নিচে রাখা সারিবদ্ধ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দূর-পাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক বিমান হামলা গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ মস্কো তার প্রতিবেশির বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধে প্রায় তিন বছর ধরে কিয়েভের বিমান প্রতিরক্ষাকে নিঃশেষ করতে তৎপর।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-অধিকৃত দনেৎস্ক শহরে একটি সুপারমার্কেটে শুক্রবার হামলা চালিয়েছে কিয়েভের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। এতে দু’জন আহত হয়েছে বলে জানিয়েছেন রুশ-সম্পৃক্ত এক সিনিয়র কর্মকর্তা।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এবং রয়টার্স এই তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা গেছে, ধ্বংস হয়ে যাওয়া একটি দোতলা বৃত্তাকার ভবনের সামনে একটি পোড়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে ছবিগুলো যাচাই করা যায়নি।

রুশ-সম্পৃক্ত সিনিয়র কর্মকর্তা ডেনিস পুশিলিন অভিযোগ করেছেন, সকালের কর্মব্যস্ত সময়ে এই এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা টাস বলেছে, এই হামলায় অন্যান্য একাধিক ভবন ও প্রায় ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আ’লীগের নিবন্ধন থাকবে কি না ‘সময় বলে দিবে’ : সিইসি শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : মোহাম্মদ সেলিম উদ্দিন আ’লীগের ক্যাডাররা ছদ্মবেশে নৈরাজ্য সৃষ্টি করছে : রিজভী সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত হবিগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে সারাদেশ! গুপ্তচরবৃত্তির অভিযোগে জান্তার টেলিকম কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মুন্সীগঞ্জে মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩ আশুলিয়ায় আগুন দেয়া ভ্যানগাড়ি থেকে শনাক্ত হয় শহীদ তানজিলের লাশ

সকল