০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ড্রোন হামলায় ইউক্রেনে সাংবাদিক নিহত

ড্রোন হামলায় ইউক্রেনে সাংবাদিক নিহত - সংগৃহীত

রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্র শনিবার জানিয়েছে, ইউক্রেনের ‘কামিকাজে’ ড্রোন হামলায় ওই পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি ড্রোন হামলার শিকার হন।

রাশিয়ার ‘রিয়া’ বার্তাসংস্থা জানিয়েছে, সাংবাদিক আলেক্সজান্ডার মার্টিমাইনভ ইজভেস্তিয়া পত্রিকায় কাজ করতেন। তিনি এবং তার সহকর্মীরা রাশিয়া অধিকৃত গোরলিভকা শহরে গোলা বর্ষণের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয়।

বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, হামলায় ‘রিয়া’র এক সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যমের চার সাংবাদিক আহত হন।

ইজভেস্তিয়া জানিয়েছে, ‘ওই সাংবাদিক যে গাড়িতে ছিলেন সেটি ড্রোন হামলায় বিধ্বস্ত হলে মার্টিমাইনভ গুরুতর আহত হয়ে মারা যান।’

এদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, ইউক্রেন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে বলেছে, তারা সাংবাদিকদের মৃত্যুর কারণ তদন্ত করছে।

পত্রিকাটি জানিয়েছে, রনাঙ্গনে যোদ্ধাদের সংবাদ সংগ্রহে নিয়োজিত ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক সিমন এরিমিন গত বছর ইউক্রেনের ড্রোন হামলায় মারা যান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement