মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ১০
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৮, আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:১১
দক্ষিণ ইউরোপের দেশ মন্টিনিগ্রোর একটি রেস্তোরাঁয় এক বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।
বুধবার দেশটির ছোট শহর সেটিনেজে এ ঘটনা ঘটে। পরে বন্দুকধারী আরো তিনটি জায়গায় গুলি চালায় বলে জানা গেছে।
জানা গেছে, অ্যালেকজান্ডার মারটিনোভিক (৪৫) নামের এক স্থানীয় ব্যক্তি এ হামলা চালায়। বৃহস্পতিবার সকালে পুলিশ মারটিনোভিকের বাড়ি ঘেরাও করলে তিনি নিজের ওপর গুলি চালান। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশের প্রধান লাজার সেপানোভিক সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সেটিনেজের কাছে সন্দেহভাজনের বাড়িটিকে ঘিরে ফেলে। এ সময় পুলিশ তার বন্দুক মাটিতে রাখতে বললে মাটিতে রাখার পরিবর্তে তিনি নিজের মাথায় গুলি করেন।’
তিনি আরো বলেন, ‘তাকে একটা চিকিৎসাসেবা কেন্দ্রে নেয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এরই মধ্যে তিনি মারা যান।’
স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিক সাংবাদিকদের বলেন, বুধবার রেস্তোরাঁতে গুলি চালানো দিয়ে এ গণহত্যা শুরু হয়। হামলায় রেস্তোরাঁর মালিক এবং তার ১০ ও ১৩ বছর বয়সী দুই শিশু নিহত হন।
বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদেরও হত্যা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ হামলায় গুরুতর আহত চারজন দেশটির রাজধানী পদগোরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
দেশটির প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু নিশ্চিত করে বলেন, ‘এই গণহত্যা আমাদের দেশকে শোকের কালো চাদরে ঢেকে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই অর্থহীন কাজ আমাদের প্রত্যেকের মাঝেই অপরিমেয় দুঃখ ও তিক্ততা তৈরি করেছে। সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি।’
প্রধানমন্ত্রী বলেন, মন্টিনিগ্রোর জাতীয় নিরাপত্তা পরিষদ এ হামলার পরে অস্ত্রের ব্যক্তিগত মালিকানা বাতিলসহ ‘সব রকমের বিকল্প’ বিবেচনা করবে। দেশটি তিন দিনের জন্য জাতীয় শোক পালন করবে বলেও জানান তিনি।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা