০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নববর্ষে বাজি ফোটাতে গিয়ে জার্মানিতে নিহত ৪

জার্মানিতে বর্ষবরণের রাত - সংগৃহীত

জার্মানির বিভিন্ন প্রান্তে নববর্ষের রাতে চারজনের মৃত্যু হয়েছে। বাজি ফোটাতে গিয়ে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। বাজি থেকেই একটি গুদামে বিরাট আগুন লেগে যায়।

মঙ্গলবার রাতে প্রায় পুরো জার্মানি-জুড়ে ব্যস্ত থাকতে হয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের। আগুন নেভাতে গিয়ে বেশ কিছু জায়গায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরাও।

বার্লিনে এক ফায়ার সার্ভিস সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, একটি সার্জারি করতে হয়েছে। তবে এখনো ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বার্লিনের ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে, সেখানে আটজনকে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে আরো সাতজনকে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্লিন পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্লিনের সিটি সেন্টারকে নো-ফায়ারওয়ার্ক জোন বানানো হয়েছিল। কিন্তু সেখানেও কেউ কেউ আতশবাজি ফোটানোর চেষ্টা করেছিল বলে পুলিশ জানিয়েছে।

বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানান, ‘ভোর পর্যন্ত ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

কিছু জায়গায় যারা আতশবাজি ফোটাবেন, তাদের পুলিশ এসকর্ট করে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, বেশ কিছু পুলিশ অফিসারও আক্রান্ত হয়েছেন। মূলত বেআইনি আতশবাজি ফেটে তারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কোলন পুলিশ জানিয়েছে, সেখানে দু’জন অফিসার আহত হয়েছেন। লাইপজিগে ৫০ জনের একটি দল ফায়ার সার্ভিস সদস্যদের আক্রমণ করেন। হামবুর্গেও একই ঘটনা ঘটেছে।

তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে নইভিডে। জার্মানির পশ্চিমে এই ছোট্ট শহরে একটি গুদামে আগুন লেগে যায়। পুলিশের ধারণা, আতশবাজি থেকেই সেখানে আগুন লাগে। ওই গুদামে কাঠ রাখা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। আশপাশের বাড়িতে আগুন ছড়াতে থাকে। ফায়ার সার্ভিস সদস্যরা আশপাশের বাড়ির মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যান।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement