২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩৬টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী

- ছবি : ভয়েস অব আমেরিকা

রাশিয়া থেকে ছোঁড়া ৩৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাতভর হামলায় রুশ বাহিনীর মোতায়েন করা ৬০টি ড্রোনের মধ্যে ৩৬টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, চেরনিহিভ, নিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, খমেলনিৎস্কি, কিয়েভ, পোলতাভা, সুমি ও জাপোরিঝিয়া অঞ্চলে এসব হামলা চালানো হয়।

দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রামে জানান, ড্রোন হামলা ও রাশিয়ার গোলা নিক্ষেপে বেশ কিছু বাড়ি-ঘর ও একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পশ্চিম ইউক্রেনের খেমেলনিৎস্কির গভর্নর সেরহি তিউরিন জানান, রুশ হামলায় বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি এলাকায় কর্মকর্তারা জানায়, সেখানে একটি খামার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের চারটি ড্রোন ধ্বংস করেছে, রোস্তভ অঞ্চলের ওপর তিনটি এবং ভোরোনেজের ওপর একটি।

রোস্তভ এবং ভোরোনেঝ উভয়ই রুশ-ইউক্রেন সীমান্তে অবস্থিত। ওই এলাকায় ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলা চালায়।

রোস্তভ এবং ভোরোনেঝের গভর্নররা টেলিগ্রামে বলেন, ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে ২০ ইউনিট ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সকল