২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ির তাণ্ডব : নিহত বেড়ে ৫

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ির তাণ্ডব : নিহত বেড়ে ৫ - সংগৃহীত

জার্মানির ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুত গতির গাড়ির চাপার ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে ২০০ জন হয়েছে।

শুক্রবার সৌদি আরবের এক চিকিৎসক ইচ্ছাকৃতভাবে জার্মানির ক্রিসমাস মার্কেটে ঢুকে এ হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় শনিবার জার্মানরা হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে।

হামলার স্থান ম্যাগডেবার্গ থেকে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফকার। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি প্রায় দু’দশক ধরে জার্মানিতে বসবাস করছেন। তিনি ম্যাগডেবার্গ থেকে প্রায়
৪০ কিলোমিটার দক্ষিণে বার্নবার্গে চিকিৎসক পেশায় নিয়োজিত রয়েছেন।

পার্শ্ববর্তী স্টেট স্যাক্সনি-আনহাল্টের গভর্নর রেইনার হ্যাসেলফ সংবাদদাতাদের জানান, নিহতের সংখ্যা দুই থেকে বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস বলেন, ‘প্রায় ৪০ জন এতটাই গুরুতর আহত হয়েছেন যে তাদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

বেশ কয়েকটি জার্মান মিডিয়া সন্দেহভাজন ব্যক্তিকে তালেব নামে সম্বোধন করছে। জার্মানির গোপনীয়তা আইন অনুযায়ী এই ব্যক্তির নামের শেষ অংশ গোপন রেখে তারা জানিয়েছে, তিনি মনোরোগ ও সাইকোথেরাপির একজন বিশেষজ্ঞ।

তবে এখনো পর্যন্ত এই ব্যক্তি কেন এবং কী কারণে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে প্রবেশ করেন- তা জানা যায়নি।

নিজেকে তিনি একজন ধর্মত্যাগকারী সাবেক মুসলিম হিসেবে পরিচয় দিতেন এবং টুইটারে ইসলামবিরোধী বিষয়ে আলোকপাত করতেন। তিনি ধর্ম ত্যাগকারী মুসলমানদের অভিনন্দন জানিয়ে প্রতিদিন একাধিক টুইট ও রিটুইট শেয়ার করতেন।

জার্মান কর্তৃপক্ষ ‘ইউরোপে ইসলামপন্থা’ মোকাবেলায় যথেষ্ট কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিশ্লেষকরা উল্লেখ করেছেন, তিনি সৌদি নারীদের তাদের দেশ থেকে পালাতে সহায়তা করেছেন। অভিযুক্ত ব্যক্তি উগ্রডানপন্থী ও অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতিও সমর্থন প্রকাশ করেছেন বলেও জানা যায়।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী

সকল