২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের ‍কূটনৈতিক মিশনগুলো

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের ‍কূটনৈতিক মিশনগুলো - ছবি : সংগৃহীত

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং শহরের কেন্দ্রস্থলে ছয়টি বিদেশী দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শহরে নিক্ষিপ্ত স্বল্প-পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তবে ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ ক্ষতিসাধন করেছে এবং তিনটি জেলায় আগুন লেগে যায়। নগর কর্মকর্তারা একাধিক আবাসিক ভবনে, চিকিৎসাকেন্দ্রে ও স্কুলের ক্ষতি হয়েছে বলে জানান।

বিমান বাহিনীর কর্মকর্তারা ব্যালিস্টিক আক্রমণের হুমকির খবর পাওয়া মাত্রই সাড়া দিতে বলেছেন কারণ তখন আশ্রয় পাবার মতো সময় থাকে না।

কিয়েভে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখাই বলেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে একটি ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে যে ভবনটিতে আলবেনিয়া, আর্জেন্টিনা, ফিলিস্তিন, নর্থ মেসিডোনিয়া, পর্তুগাল ও মন্টেনেগ্রোর দূতাবাস রয়েছে। তিনি ওই ভবনের ক্ষতির ছবিগুলো তুলে ধরেন। তবে ওই আক্রমণগুলোতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে কিয়েভ যে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে, এ ছিল তারই পাল্টা জবাব।

দক্ষিণের বন্দরনগরী খেরসনের আঞ্চলিক কর্তৃপক্ষও শুক্রবারের আক্রমণের কথা জানিয়েছে।

এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ওলগা স্টেফানিশিনা শুক্রবার জানান, রাশিয়া রাজ্যটির রেজিস্টারগুলোতে সাইবার আক্রমণ চালিয়েছে। এ কারণে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
টঙ্গীতে ট্রাকসহ ভেঙে পড়েছে ডাবল স্টিল ব্রিজ হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে : নেতানিয়াহু সাভারে চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাহত ১ বনানী বস্তির আগুন নিয়ন্ত্রণে ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস জরুরি সভা ডেকেছে বিসিবি, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরো ৭৭ ফিলিস্তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকের অধিকার নিশ্চিত হবে : মাওলানা রফিকুল ইসলাম খান ফতুল্লা হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের ‍কূটনৈতিক মিশনগুলো সরকারি নীতিমালা উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নিচ্ছে রাবি স্কুল

সকল