রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে সিনিয়র জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় উনত্রিশ বছর বয়সী এক উজবেক নাগরিককে আটক করা হয়েছে।
রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-র জনসংযোগ অফিস জানিয়েছে বুধবার আটক করা এই ব্যক্তি ‘সন্ত্রাসী ঘটনায় সন্দেহভাজন’।
রাশিয়ার সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈব সুরক্ষা বিভাগরে প্রধান ইগর কিরিলভ মঙ্গলবার এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন।
একটি আবাসিক ভবনের বাইরে স্কুটারে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে তিনি ও তার এক সহযোগী মারা যান।
রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশটির নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ রিক্রুট করেছিলেন।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই কিরিলভ হত্যার দায় স্বীকার করেছে।
সোমবার ইউক্রেন কিরিলভকে ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের’ জন্য অভিযুক্ত করেছিল।
তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা