১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেন-রাশিয়া লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা

ইউক্রেন-রাশিয়া লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা - সংগৃহীত

পেন্টাগন তাদের সর্বশেষ পর্যালোচনায় জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীর সাথে উত্তর কোরিয়ার সৈন্যরাও লড়াই করছে এবং নিহত হচ্ছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সোমবার সাংবাদিকদের বলেছন, উত্তর কোরিয়ার সৈন্যরা রুশ বাহিনীর সাথে থেকে কুরস্কে যুদ্ধ করছে। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে তারা যুদ্ধে নিহত এবং আহত হচ্ছে। যুদ্ধে রাশিয়ার কুরস্কেই কেবল উত্তর কোরিয়ার সৈন্যরা আপাতত সীমাবদ্ধ রয়েছে বলেও আমরা জেনেছি।

তবে উত্তর কোরিয়ার কী পরিমাণ সৈন্য হতাহতের শিকার সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ভিওএ ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসের সাথে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এখনো সাড়া দেয়নি।

ক্রেমলিনের একজন মুখপাত্রের মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে কোনো উত্তর আসেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বলেন, উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রশিক্ষণের জন্য তাদের প্রায় ১২ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার বাহিনী গত সপ্তাহেই কেবল রাশিয়ার সাথে যুদ্ধ অভিযানে যোগ দিয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, কুরস্ক অঞ্চলের কয়েকটি গ্রামে লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ৩০ সৈন্য নিহত বা আহত হয়। এর কয়েক ঘণ্টা পর তাদের অংশগ্রহণের সত্যতা নিশিচত করে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার অভিযোগ করেন, রাশিয়া উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য ব্যবহার করেছে। তিনি উত্তর কোরিয়ার ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন।

সোমবার তিনি অভিযোগ করেন, মস্কো উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার বেনাপোল দিয়ে ভারত থেকে আরো ১৯০০ টন আলু আমদানি ইজতেমার ময়দানে সংঘর্ষ : ৪ প্লাটুন বিজিবি মোতায়েন টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত কামরুল-সোলায়মান ৪ দিনের রিমান্ডে নতুন বিল অনুমোদন করেছে রাশিয়ার আইন প্রণেতারা যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে : প্রতিরক্ষামন্ত্রী কাটজ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫ রুশ জেনারেলকে হত্যার কৃতিত্ব দাবি ইউক্রেনের জাতিসঙ্ঘ মহাসচিবকে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মিয়ানমার নিয়ে উদ্বেগের মধ্যেই রোহিঙ্গাদের প্রতি সমর্থন যুক্তরাষ্ট্রের

সকল