১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জর্জিয়ার রিসোর্টে একসাথে ১২ ভারতীয়ের মৃত্যু

জর্জিয়ার রিসোর্টে একসাথে ১২ ভারতীয়ের মৃত্যু - ছবি : সংগৃহীত

জর্জিয়ার পার্বত্য এলাকার একটি রিসোর্টে একসাথে মৃত্যু হলো ১২ জন ভারতীয়ের৷ জর্জিয়ার রাজধানী তিবিলিসির ভারতীয় দূতাবাস থেকেই এই খবর জানানো হয়েছে৷ জর্জিয়ার গুদৌরির পার্বত্য এলাকার রিসোর্টের মধ্যে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে প্রবেশ করার ফলেই দমবন্ধ হয়ে ওই ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের শরীরে বাইরে থেকে কোনো আঘাত বা হামলার চিহ্ন পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়া থেকেই প্রত্যেকের মৃত্যু হয়েছে ৷

তিবলিসির ভারতীয় দূতাবাস দাবি করেছে, মৃত ১২ জনই ভারতীয় নাগরিক৷ যদিও জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন বিদেশী এবং একজন জর্জিয়ার নাগরিক রয়েছেন৷ জর্জিয়া সরকারের ওই বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, রিসর্টের তিন তলায় মৃতদের বেডরুম থেকেই প্রত্যেকের মৃতদেহ উদ্ধার করা হয়৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে রিসোর্টের তিনতলায় একটি বদ্ধ জায়গার মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জেনারেটর চালানো হয়েছিল৷ ওই জেনারেটর রিসর্টের বেডরুমগুলোর একেবারে কাছে ছিল৷ বদ্ধ জায়গায় ধোঁয়া জমে গিয়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে ঢুকে সম্ভবত ঘুমন্ত অবস্থাতেই প্রত্যেকের মৃত্যু হয়৷

ঠিক কী কারণে এতজনের মৃত্যু হলো, তা জানতে তদন্ত শুরু করেছে জর্জিয়ার স্থানীয় প্রশাসন৷ গাফলতির কারণে মৃত্যুর ধারায় মামলাও করা হয়েছে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেজ্ঞরাও নমুনা সংগ্রহ করেছেন৷

তিবিলিসির ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে৷ জর্জিয়ার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে৷
সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement
ইউক্রেনে উত্তর কোরিয়ার সামরিক সম্পৃক্ততা সংঘাতের ‘বিপজ্জনক সম্প্রসারণ’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত রায় আজ কায়রোতে ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস নানা কর্মসূচির মধ্য দিয়ে ডুয়েটে বিজয় দিবস উদযাপন প্যারাসিটামলে নষ্ট হতে পারে লিভার, কিডনি অভিষেকের আগেই হামাসকে চুক্তি করতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানা যাবে ‘ভারতবিরোধী কাজে আমাদের জমি ব্যবহার হতে দেব না’ : শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট জর্জিয়ার রিসোর্টে একসাথে ১২ ভারতীয়ের মৃত্যু যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ ২০২৬-এর প্রথমার্ধে নির্বাচন

সকল