জর্জিয়ার রিসোর্টে একসাথে ১২ ভারতীয়ের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১
জর্জিয়ার পার্বত্য এলাকার একটি রিসোর্টে একসাথে মৃত্যু হলো ১২ জন ভারতীয়ের৷ জর্জিয়ার রাজধানী তিবিলিসির ভারতীয় দূতাবাস থেকেই এই খবর জানানো হয়েছে৷ জর্জিয়ার গুদৌরির পার্বত্য এলাকার রিসোর্টের মধ্যে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে প্রবেশ করার ফলেই দমবন্ধ হয়ে ওই ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের শরীরে বাইরে থেকে কোনো আঘাত বা হামলার চিহ্ন পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়া থেকেই প্রত্যেকের মৃত্যু হয়েছে ৷
তিবলিসির ভারতীয় দূতাবাস দাবি করেছে, মৃত ১২ জনই ভারতীয় নাগরিক৷ যদিও জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন বিদেশী এবং একজন জর্জিয়ার নাগরিক রয়েছেন৷ জর্জিয়া সরকারের ওই বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, রিসর্টের তিন তলায় মৃতদের বেডরুম থেকেই প্রত্যেকের মৃতদেহ উদ্ধার করা হয়৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে রিসোর্টের তিনতলায় একটি বদ্ধ জায়গার মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জেনারেটর চালানো হয়েছিল৷ ওই জেনারেটর রিসর্টের বেডরুমগুলোর একেবারে কাছে ছিল৷ বদ্ধ জায়গায় ধোঁয়া জমে গিয়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে ঢুকে সম্ভবত ঘুমন্ত অবস্থাতেই প্রত্যেকের মৃত্যু হয়৷
ঠিক কী কারণে এতজনের মৃত্যু হলো, তা জানতে তদন্ত শুরু করেছে জর্জিয়ার স্থানীয় প্রশাসন৷ গাফলতির কারণে মৃত্যুর ধারায় মামলাও করা হয়েছে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেজ্ঞরাও নমুনা সংগ্রহ করেছেন৷
তিবিলিসির ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে৷ জর্জিয়ার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে৷
সূত্র : নিউজ ১৮
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা