১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানিতে ওলাফ শলৎস সরকারের পতন

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস - ছবি : সিএনএন

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীকে পদচ্যুত করার জেরে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটেছে। জার্মান পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় তার সরকারের পতন ঘটল।

সোমবার (১৬ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, ওলাফ শলৎসের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে সোমবার জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।

প্রতিবেদন আরো বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোট তার পক্ষে পড়ে ২০৭টি, তার বিপক্ষে ৩৯৪টি এবং ভোটদানে বিরত ছিলেন ১১৬ জন।

এদিকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো।

জার্মানির পার্লামেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে একটি সূত্র জানিয়েছে, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়েছে নির্বাচনের তারিখ।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শলৎস। নির্বাচনে জয়ে পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি দু’দলকে সাথে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি।

তবে গত কয়েক মাস ধরে জোট শরিক গ্রিন পার্টি অব জার্মানির সাথে টানাপোড়েন চলছিল শলৎজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই দ্বন্দ্বের জেরে গত ৭ নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শলৎস।

মূলত বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে জোট সরকারের তিন শরিকের মধ্যে গত কয়েক মাস ধরে যে বিবাদ চলছে, তার জেরেই বুধবার লিন্ডনারকে মন্ত্রিসভা অব্যাহতি দেন তিনি।

কিন্তু শলৎসের এই পদক্ষেপের জেরে জোট শরিকদের ঐক্যে বড় আঘাত আসে এবং তার নেতৃত্বাধীন সরকারেরও বিদায় ঘণ্টা বেজে যায়।


আরো সংবাদ



premium cement