ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫, আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭
ঘূর্ণিঝড় চিডোর কারণে ফরাসি-ভারত মহাসাগরের ফ্রান্সের মায়োটে অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রান্সের মায়োটে অঞ্চলে এ সতর্কতা জারি করা হয়। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বিউভিল সবাইকে আশ্রয় কেন্দ্র নেয়ার নির্দেশ দিয়েছেন।
গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বরাতে এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) এ খবর জানায়।
এর আগে আবহাওয়া সেবা মেটিও ফ্রান্স বলেছে, ‘সকাল ৬টার দিকে ঝড়টি মায়োটের ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল।
গভর্নর বলেন, ঘূর্ণিঝড় চিডো অত্যন্ত তীব্র ঝড় যার বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি এলাকার কাছাকাছি আসার সাথে সাথে কর্তৃপক্ষ তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে চলাচল নিষিদ্ধ করে।
স্থানীয় সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, ‘উদ্ধার ও নিরাপত্তা পরিষেবা এবং সমস্ত কর্মকর্তা সঙ্কট ব্যবস্থাপনার জন্য প্রস্তত আছেন।
কাউন্সিল প্রধান বেন ইসা ওসেনি শুক্রবার জানান, ‘ঝড়টি উত্তর মায়োটের উপর দিয়ে যাওয়ার কথা থাকায় সকাল ৭টার দিকে সতর্ক বার্তা কার্যকর হয়।’
৫৭ বছর বয়সী পূর্ব উপকূলের মাজিকাভো-কোরোপা গ্রামের বাসিন্দা ফাতিমা এএফপিকে বলেছেন, ‘আমরা সত্যিই ভয় পাচ্ছি। পানির বোতল, খাবার, মোমবাতি সাথে রেখেছি।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা