জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮, আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩
জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হলেন সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি। ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার জর্জিয়ার ফুটবলার মিখেইল কাভেলাশভিলি সে দেশের ক্ষমতাসীন ড্রিম পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) পরোক্ষ এমপিদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিবলিস থেকে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এ খবর জানায়।
জানা গেছে, প্রো ইইউ বিরোধীদলের পার্লামেন্ট বয়কটের কারণে পশ্চিমা বিদ্বেষী জর্জিয়ার একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী চরম ডান কাভেলাশভিলিই নির্বাচিত হবেন।
জর্জিয়ার ড্রিম পার্টি ২০১৭ সালে প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের আইন বাতিল করে দেয়।
অন্যদিকে পশ্চিমাপন্থী বিরোধী দলের হাজার হাজার সদস্য রাজধানী তিবলিসের গুরুত্বপূর্ণ সড়কের দখল নিতে প্রস্তুতি গ্রহণ করেছে। এর আগে শুক্রবার রাজধানী তিবলিসের রাস্তা হাজার হাজার প্রো ইউরোপিয়ান বিক্ষোভকারী দখলে নেয়। পার্লামেন্টের বাইরে জড়ো হওয়ার আগে ১২টি স্থানে সমাবেশ করে।
দু’সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, জলকামান ব্যবহার করেছে এবং ৪০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
গত অক্টোবরের সংসদ নির্বাচনে ড্রিম পার্টির বিজয়ের পর থেকেই জর্জিয়া উত্তপ্ত। বিরোধী দল বলে আসছে যে সংসদ নির্বাচনে ড্রিম পার্টি কারচুপি করেছে। তারা (ড্রিম পার্টি) আমাদেরকে রাশিয়ার দিকে নিয়ে যাচ্ছে।
বিক্ষোভকারীরা বলছে, যেহেতু পার্লামেন্ট অবৈধ এজন্য এই প্রেসিডেন্ট নির্বাচনও অবৈধ। তারা ফরাসি বংশোদ্ভূত জুরাবিশভিলিকে তাদের একমাত্র নেতা মনে করছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা