ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে দু’টি ভবনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার আঞ্চলিক গভর্নরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এর আগে, গেল মঙ্গলবারের হামলা রাশিয়ার ধারাবাহিক এবং খুবই শক্তিশালী হামলা ছিল।
আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেন, ধ্বংসস্তূপের নিচে এক নারীর লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা দাঁড়ায় ১০।
তিনি টেলিগ্রামে বলেন, হামলায় ২২ জন আহত হয়েছে, একটি ক্লিনিক এবং জাপোরিঝিয়ার একটি অফিস বিল্ডিং ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার নৃশংস রুশ হামলার নিন্দা জানিয়েছেন এবং ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা সরবরাহ করার জন্য পাশ্চাত্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়।
একজন মার্কিন কর্মকর্তা বলেন যে রাশিয়া শিগগিরই ইউক্রেনকে লক্ষ্য করে আরেকটি হাইপারসনিক ওরশনিক মিসাইল নিক্ষেপ করতে পারে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা