ইউক্রেনকে আরো ৭২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে দেশটিকে আরো ৭২৫ মিলিয়ন বা ৭২ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ প্যাকেজে থাকা রসদের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, রকেট সিস্টেম এবং আর্টিলারি ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র।
গত ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবেন বলে ঘোষণা দেয়ার পর এই তথ্য প্রকাশ করা হলো।
সোমবার মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতরের আনুষ্ঠানিক ঘোষণার আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
সূত্র : সিনহুয়া/ইউএনবি