খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াল রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৩৩
যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ওপর খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার প্রকাশিত এক সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, নতুন করে নিউজিল্যান্ডের ওপর খাদ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইউক্রেন, আলবেনিয়া, মন্টেনিগ্রো, আইসল্যান্ড ও লিখটেনস্টাইন থেকে রাশিয়ায় পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে মাংস, সসেজ, মাছ, সামুদ্রিক খাবার, দুগ্ধজাত পণ্য, শাকসবজি, ফল ও অন্যান্য সামগ্রী।
প্রাথমিকভাবে ২০১৪ সালে প্রবর্তিত এই নিষেধাজ্ঞাটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়, ২০২৪ সালের শেষ পর্যন্ত যা কার্যকর থাকবে।
সূত্র : সিনহুয়া/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা