২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করলো রুশ বাহিনী

- ছবি : ভয়েস অব আমেরিকা

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধাকে আটক করা হয়েছে। মস্কোর স্থল বাহিনী রণাঙ্গনের কিছু অংশে সাফল্য ত্বরান্বিত করেছে।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস এবং অন্যান্য গণমাধ্যম ওই ব্রিটিশ নাগরিককে জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে শনাক্ত করেছে।

টাস তাকে উদ্ধৃত করে বলেছে, তিনি চার বছর ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে সিগন্যালম্যান হিসেবে কাজ করেছেন এবং তারপর ইউক্রেনের আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেন। এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের প্রথম দিকে গঠিত হয়েছিল।

খবরে বলা হয়েছে, আটক ব্রিটিশ নাগরিক ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

টাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ইংরেজিতে বলছেন তিনি ‘এখানে’ থাকতে চাচ্ছেন না।

প্রতিবেদনটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে যদি নিশ্চিত হয়, এটি ইউক্রেনের পক্ষে লড়াই করার সময় রাশিয়ার মাটিতে আটক পাশ্চাত্য নাগরিকের প্রথম প্রকাশ্য আসা ঘটনাগুলোর মধ্যে একটি হতে পারে।

রাশিয়ায় নির্যাতনের ভয়
মস্কোতে যুক্তরাজ্যের দূতাবাস জানায়, কর্মকর্তারা আটকের খবর পাওয়ার পর তার পরিবারকে সহায়তা করছেন, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু তারা জানায়নি।

মন্তব্যের জন্য অনুরোধ করা হলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে অনুরোধে সারা দেয়নি।

ওই সেনার বাবা স্কট অ্যান্ডারসন ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকাকে বলেন, তার ছেলের ইউক্রেনীয় কমান্ডার তাকে জানিয়েছেন, ওই যুবককে আটক করা হয়েছে।

তিনি সংবাদপত্রকে বলেন, ‘আমি আশা করছি, তাকে দর কষাকষির জন্য হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু আমার ছেলে আমাকে বলেছে, তারা তাদের বন্দীদের নির্যাতন করে এবং তাকেও নির্যাতন করা হবে ভেবে আমি এতো ভয় পেয়েছি!’

যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছিল, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করতে ৫২টি দেশ থেকে ২০ হাজারের বেশি মানুষ ইউক্রেনে এসেছিল। তখন থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর পদে বিদেশী যোদ্ধাদের সংখ্যা গোপন করা হয়েছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বিদেশী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর

সকল