২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার

ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার - ছবি : সংগৃহীত

ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ওই হামলা চালায় রুশ বাহিনী। হামলার বিষয়টি ইউক্রেনীয় বাহিনীও স্বীকার করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় অন্য অনেক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে তারা।

তারা আরো জানিয়েছে, রাশিয়া হয়তো চেয়েছে, এই হামলার মাধ্যমে ডিনিপ্রো অঞ্চলটি ধ্বংস করে দেবে। সেজন্য তারা একইসাথে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রে একযোগে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত, অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে।

সূত্র : বিবিসি ও অন্যান্য


আরো সংবাদ



premium cement