আমেরিকার পর এবার ব্রিটিশ অস্ত্রে রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২৪, ১৬:২৪
দূরপাল্লার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করেছে ইউক্রেন। বুধবার (২০ নভেম্বর) ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে আঘাত হানে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত করার চেষ্টা করেছিল ইউক্রেন।
তবে ব্লুমবার্গের ওই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করবে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস।
ইউক্রেনকে গত বছর যুক্তরাজ্য স্টর্ম শ্যাডো নামের দূরপাল্লার মিসাইল দিয়েছিল। শর্ত ছিল, তা ইউক্রেনের ভেতরেই ব্যবহার করতে হবে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় আঘাত করার অনুমতি চাইছিলেন।
স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে গিয়ে আঘাত করতে সক্ষম। ফলে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আক্রমণ করতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই বলেছেন, ‘মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভেতরে আক্রমণ চালানো হয়, তবে তার অর্থ হবে ‘ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল।’
জেলেনস্কি বলেন, মার্কিন ল্যান্ডমাইন খুবই জরুরি।
এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ইউক্রেনকে ল্যান্ডমাইন দিচ্ছেন। তবে এই ল্যান্ডমাইনগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। অন্যথায় এর ব্যাটারি নষ্ট হয়ে যাবে।
জেলেনস্কি বলেছেন, এর ফলে ইউক্রেনের সেনারা আরো শক্তি দিয়ে লড়াই করতে পারবে।
মার্কিন দূতাবাস খুলছে
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, কিয়েভে মার্কিন দূতাবাস বৃহস্পতিবার খুলবে।
বুধবার মার্কিন দূতাবাস বন্ধ ছিল। কোন হামলার ভয়ে তা বন্ধ রাখা হয়, তা মিলার জানাননি। তিনি বলেছেন, ‘আমরা আমাদের কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।’
মঙ্গলবার ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দিয়েছিল। তারপরই রাশিয়া বলেছে, তারা প্রতিশোধ নেবে। এর পরপরই কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়।
সূত্র : ডয়চে ভেলে