যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৪, ১৮:৫২
যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক তহবিল কমিয়ে দিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে ইউক্রেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ‘যদি তারা সহায়তায় কাট-ছাট করে, তাহলে আমি মনে করি, আমরা হেরে যেতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমরা লড়াই করব। আমাদের নিজস্ব উৎপাদন আছে। কিন্তু তা যুদ্ধে জয় পাওয়ার জন্য যথেষ্ট নয়। আমি মনে করি, এটি (লড়াইয়ে) টিকে থাকার জন্যও যথেষ্ট নয়।’
উল্লেখ্য, টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে পরিস্থিতি এখন ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধারণা করা হচ্ছে তিনি হয়তো ইউক্রেনের জন্য সহায়তা কমাবেন।
সূত্র : টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা