ইসরাইলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে জার্মান বুদ্ধিজীবীরা : ৫০০ বিশ্ববিদ্যালয়ের খোলা চিঠি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৯
জার্মানি এবং বিশ্বের অন্যান্য দেশের শত শত বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ ইসরাইলের প্রতি জার্মান সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে বার্লিনের এই নীতি বন্ধের দাবি জানিয়েছেন।
জার্মানি এবং বিশ্বের অন্যান্য দেশের ৫০০ জনেরও বেশি বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ একটি খোলা চিঠিতে জার্মান সরকারকে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
পার্সটুডের মতে, জার্মান পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো এই খোলা চিঠিতে বলা হয়েছে, জার্মান সরকার এখন এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের মানবিক মর্যাদাকে হত্যা ও তাদের অধিকার লঙ্ঘনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ইসরাইলি শাসনকে আর্থিক, সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে।
যারা খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন জার্মান-আমেরিকান লেখক ডেবোরা ফেল্ডম্যান থমাস, ফরাসি অর্থনীতিবিদ পিকেটি, ইসরাইলি সাংবাদিক আমিরা হাস, ইসরাইলি ইতিহাসবিদ রাজ সেগাল এবং ফরাসি-জার্মান সঙ্গীতবিদ মাইকেল বারেনবোইম।
সূত্র : পার্সটুডে