১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২টি গ্রাম দখল করেছে রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২টি গ্রাম দখল করেছে রাশিয়া - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মাকারিভকা ও রাইহোরিভকা গ্রাম দখল করেছে।

মাকারিভকা ভেলিকা নোভোসিল্কার দক্ষিণে অবস্থিত। আর রাইহোরিভকা সেলিডোভ শহরের পশ্চিমে অবস্থিত। যে এলাকা গত মাসে রাশিয়া দখল করেছে। মস্কো রাইহোরিভকা অঞ্চলকে তার আগের নাম লেনিনস্কয় বলে ডাকে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলেই দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে। শনিবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এ বার যিনি হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার নীতি মেনে দ্রুত যুদ্ধ শেষ হবে।’

গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান ট্রাম্প। ৮ তারিখ টেসলা কর্তা ইলন মাস্কের মধ্যস্থতায় টেলিফোনে জেলেনস্কির সাথে তার কথা হয়েছিল। ট্রাম্পের সাথে প্রায় আধ ঘণ্টার সেই কথোপকথনের প্রসঙ্গ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘গঠনমূলক আলোচনা হয়েছে। এমন কোনো কথা তিনি (ট্রাম্প) বলেননি, যা আমাদের ঘোষিত অবস্থানের পরিপন্থী।’
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement