যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ১৮:৪২
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
শীর্ষ ইউরোপীয় কূটনীতিক ইসরাইলের প্রতি ইউরোপীয় জোটের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, ইইউ এখন পর্যন্ত ইসরাইল সরকারকে যেকোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে।
গাজা এবং লেবাননে ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে বোরেল ইসরাইল থেকে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি এই জোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
গাজা ও লেবাননে স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয় নয়, এটি মীমাংসিত।
লেবাননের বালবেক উপত্যকার কাছে ইসরাইল সম্প্রতি যে ১২ প্যারামেডিককে হত্যা করেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানান জোসেপ বোরেল।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা