১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি, কুর্স্কের কাছে জড়ো রুশ সৈন্যরা

- ছবি : ভয়েস অব আমেরিকা

ইউক্রেনে সোমবার বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই দেশের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, ‘হাজার হাজার রুশ সৈন্য কুর্স্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত।’

ইউক্রেনের জেনারেল ওলেকসান্দার সিরস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সৈন্যদের হটিয়ে দেয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরো অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে।’

আগস্ট মাসে ইউক্রেন কুর্স্ক অঞ্চলে অতর্কিতে অনুপ্রবেশ করেছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা।

এরই মধ্যে আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফলে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে, পাঁচজন মাইকোলেভ ও একজন জাপরোঝিয়ার বাসিন্দা। একটি বাসভবনকেও ধ্বংস করা হয়েছে।

জাপরোঝিয়াতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে যাদের মধ্যে রয়েছে ৪ থেকে ১৭ বছর বয়সী পাঁচজন।

ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং ইউক্রেনে সংঘাত বৃদ্ধি না করতে তাকে অনুরোধ করেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে ফোন কল করে পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সামরিক উপস্থিতি রয়েছে।

ট্রাম্পের যোগাযোগ বিষয়ক অধিকর্তা স্টিভেন চিউং এই বাক-বিনিময়ের বিষয়টিকে নিশ্চিত করেননি।

সংবাদ সংস্থা এএফপি-কে এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশ্বের অন্য নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোন কলের বিষয়ে আমরা মন্তব্য করি না।’

ক্রেমলিন সোমবার এই কথোপকথনের বিষয়টিকে অস্বীকার করে বলেছে, ট্রাম্পের সাথে বার্তালাপের স্পষ্ট কোনো পরিকল্পনা পুতিনের নেই।

রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, ‘এটা একেবারেই অসত্য। নির্ভেজাল গল্প। এটা মিথ্যা তথ্য মাত্র। কোনো কথোপকথন হয়নি।’

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়ন ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনই কি গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি দমন এক নারী নেত্রীর খোঁজে আওয়ামী লীগ রাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার' ৩ লাখ ২৭ হাজার টন চাল আমদানির অনুমোদন

সকল