০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলা ইউক্রেনের

রাশিয়ার মস্কো অঞ্চলের সোফাইন শহরে ইউক্রেনের ড্রোন হামলার পর আবাসিক এলাকায় একটি বিধ্বস্ত গাড়ির পাশে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। ফাইল ফটো : ১০ নভেম্বর, ২০২৪। - ছবি : ভয়েস অব আমেরিকা

রাশিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা। ২০২২ সালে চলমান যুদ্ধ শুরুর পর এটাই রুশ রাজধানীর ওপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার রুশ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলের অন্য প্রদেশে তিন ঘণ্টায় ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

রাশিয়ার কেন্দ্রীয় পরিবহন অ্যাজেন্সি বলছে, দোমোদেদোভ, শেরেমেৎইয়েভ ও ঝুকোভক্সি বিমানবন্দর থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইটের গতিপথ বদলানো হয়েছে। এরপর আবারো বিমানবন্দরগুলোতে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। মস্কোতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়াও রাতভর হামলায় ১৪৫টি ড্রোন ব্যবহার করেছে।

কিয়েভ বলছে, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ৬২টি ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেন আরো জানিয়েছে, তারা রাশিয়ার ব্রিয়ানস্ক প্রদেশের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

রাশিয়া জানিয়েছে, ওই প্রদেশে ১৪টি ড্রোন ভূপাতিত হয়েছে।

রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সমগ্র আকাশজুড়ে ড্রোনের ঝাঁক। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

কয়েকজন কর্মকর্তা বলছেন, ধারণা করা যাচ্ছে, ইউক্রেনের আড়াই বছরের যুদ্ধের শেষ পর্যায় এসে উপস্থিত হয়েছে। কারণ মস্কোর বাহিনী যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন অনেক বেশি দ্রুত গতিতে আগাচ্ছে এবং একইসাথে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। তিনি তার প্রচারণার সময় বলেছিলেন (ক্ষমতায় এলে) ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনবেন। তবে কিভাবে এই লক্ষ্য পূরণ করবেন, সে বিষয়ে তেমন কিছুই বলেননি তিনি।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল