ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২৪, ১৫:২০
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মস্কো টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্পের জয়ের পর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ওই কথা বলেন বলেন।
গত জুলাইয়ে নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলা হয়। এ ঘটনাকে উদ্ধৃতি করে তার প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, ‘আমি মনে করি, সেখানে তিনি সঠিক উপায়ে সাহসের সাথে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন।’
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে দেয়া তার বক্তব্য গুরুত্ব দেয়ার মতো।’
এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দনও জানান।
সূত্র : রয়টার্স ও মস্কো টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা