০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড - ছবি : সংগৃহীত

সকল প্রক্রিয়া শেষে প্রথমবারের মতো ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। কয়েক মাস আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল দেশটি।

বুধবার (৭ অক্টোবর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড ফিলিস্তিনের পূর্ণ মর্যাদাসম্পন্ন প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এর আগে গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা বলেছিল। পরে গত ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

সূত্রটি আরো জানায়, এরপর ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরকে আবাসিক দূতাবাস স্থাপনের অনুরোধ জানায় আয়ারল্যান্ড। সেখানে ড. ওয়াহবা আব্দুল মাজিদকে নেতৃত্বে রাখার প্রস্তাব দেয়া হয়েছিল। সকল প্রক্রিয়া শেষে অবশেষে দূতাবাস স্থাপন এবং রাষ্ট্রদূত নিয়োগ সম্পন্ন হলো।

আইরিশ টাইমস অনুসারে, আয়ারল্যান্ডও পশ্চিমতীরের রামাল্লায় একটি দূতাবাস স্থাপন করেছে। সেটি আগে তাদের প্রতিনিধি অফিস ছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement