সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে প্রাণহানি ১৩
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৪, ২১:৫৯
সার্বিয়ার উত্তরাঞ্চলের শহর নোভি সাদে রেলস্টেশনের সামনের একটি কংক্রিটের প্ল্যাটফর্মের ছাদ ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাচিচ। ঘটনাস্থল থেকে আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যে জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। একাধিক শহর থেকে ৮০ জনের বেশি উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিল সার্বিয়া সরকার। তবে এরই মধ্যে উদ্ধারকারীরা আরও পাঁচটি লাশ উদ্ধার করেছে।
দাচিচ বলেন, উদ্ধার অভিযান শেষ হওয়া পর এ ঘটনা তদন্ত করে দেখা হবে।
সূত্র : সিনহুয়া/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা